নীলফামারীর ডিমলায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ হতে প্রশাসন ক্যাডারদেও অপসারন পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সকল নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী মানবন্ধন করে।
এ সময় তারা যোগ্য নার্সদের পদায়ন এবং অগ্রধিকার দিতে হবে বলে জানান।