রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
শ্রীপুরে ব্যবসা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৯ PM
গাজীপুরের শ্রীপুরে এমএন্ডইউ কারখানার ঝুট ব্যবসার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় উভয় পক্ষ শ্রীপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। 

এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকার ওই কারখানার সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন তন্ময় (২৩), আবু সাঈদ মোল্লা (৩২), ইলিয়াস মোল্লা (৩০) এবং সাখাওয়াত হোসেন মোল্লা (৪৮)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে।

অভিযুক্তরা হলো মৃত ফজর আলী মোল্লার ছেলে আফাজ মোল্লা (৫২), হেলাল মোল্লা (৫৫), রিয়াজ উদ্দিনের ছেলে তোফাজ্জল (৪৫), ইসমাইলের ছেলে ফরহাদ (৪২), মোস্তফার ছেলে শাকিল (২৮), মৃত সাফিজ উদ্দিনের ছেলে বাবুল (৪৫), মৃত মজিদ মোল্লার ছেলে মোন্তাজউদ্দিন (৬০), মোন্তাজ উদ্দিনের ছেলে সাব্বির আহম্মেদ (২০) এবং মৃত শামছুল হকের ছেলে আশরাফুল (৩৮)।

এমএন্ডইউ কারখানার ঝুট ব্যবসায়ী ওয়াদুদ মোল্লার ছোট ভাই ইলিয়াস মোল্লা বলেন, আমার বড় ভাই ওয়াদুদ মোল্লা স্থানীয় ফজলুর দোকানে চা পানের বাড়ী থেকে বের হয়। এমএন্ডইউ কারখানার সংলগ্ন ভাংনাহাটী পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাইয়ের পথরোধ করে। 

এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে তাকে মারপিট করতে থাকে। ভাইয়ের চিৎকারে ভাতিজা তন্ময় রক্ষা করতে দৌড়াইয়া কাছে গেলে তাকেও মারপিট করে। 

পরে তাদের চিৎকারে ছোট ভাই আবু সাঈদ মোল্লা ও বড় ভাই সাখাওয়াত হোসেন মোল্লা এগিয়ে গেলে তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।

তিনি আরো জানান, এমএন্ডইউ কারখানা কর্তৃপক্ষের কাছ বৈধ ওয়ার্ক অর্ডার (কাজের আদেশ) নিয়ে দীর্ঘদিন যাবত ঝুট ব্যবসা করে আসছেন ওয়াদুদ মোল্লা। সম্প্রতি সরকার পরিবর্তনের পর থেকে শ্রীপুর পৌর বিএনপির সহ সভাপতি আফাজ মোল্লা তার ব্যবসা দখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে বাধা দেয়ার চেষ্টা করে আসছে।

অভিযুক্ত আফাজ মোল্লা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নালআবেদীন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষ পৃথক দুটি অভিযোগ দিয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত