রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
দুর্নীতিমুক্ত বগুড়া জেলা ঘোষণা নতুন ডিসি হোসনা আফরোজার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৭ PM
বৈষম্যের শিকার সকল পেশার মানুষদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দানের প্রত্যয় ব্যক্ত করেছেন বগুড়ায় নবাগত জেলা ্প্রশাসক হোসনা আফরোজা।

তিনি বলেছেন, স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে দেশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কেউ বা চোখ। অনেকে গুরুতর আহত হয়ে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। 

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, আমরা শহীদ পরিবারের খোঁজ খবর রাখছি এবং আহতদের সুচিকিৎসার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করছি। এ জন্য তিনি সমাজের বিত্তবান, সমাপতি এবং গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সভাকক্ষ করতোয়ায় বগুড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথাগুলো বলেন। 

এ সভায় তিনি বলেন, দীর্ঘ দিনের জঞ্জাল রাতারাতি পরিবর্ত ন করা যাবে না। তবুও ঘুষ-দুর্নীতিমুক্ত বগুড়া জেলা গড়ার অঙ্গিকার ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। নবাগত জেলা প্রশাসক তার বক্তব্যের শুরুতেই বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অ্যাসেট।

তিনি আরও বলেন, দেশ গঠনে তার অনেক অবদান রয়েছে। জিয়াউর রহমানের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমরা দেশ গঠনে নিজেকে নিয়োজিত করতে পারি।  

জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সরকার তাদেরকে স্বীকৃতি দিতে যাচ্ছে। তাদের পরিবারকে সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে। বগুড়ায় যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের চিকিৎসার বিষয়ে জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নেবে।

বগুড়া শহরের যানজট, আইন শৃংখলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে সবাই মিলে একসাথে কাজ করতে চাই। দীর্ঘ দিনের জমে থাকা সমস্যা গুলো চিহ্নিত করে এ সব সমস্যা সমাধানে সাংবাদিকদের পরামর্শ নেয়া হবে। মত বিনিময় সভায় তিনি বলেন, কথায় নয়, কাজে বিশ্বাসী। আমার অতীতের কর্মস্থলে কাজের মাধ্যমে সেটা প্রমান করেছি।

ফ্যাসিবাদ ও দুর্নীতি মুক্ত বগুড়া গড়তে গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, এনডিসি খায়রুল হাসান, প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা,  রেজাউল হাসান রানু,  মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন সভাপতি গনেশ দাস, প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ ও রাহাত রিটু,  দৈনিক সাতমাথা’র বার্তা সম্পাদক এফ শাহজাহান, সৈয়দ ফজলে রাব্বি ডলার, মমিনুর রশীদ শাইন, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, মাহফুজ মন্ডল, আব্দুল ওয়াদুদ, প্রতিক ওমর, আব্দুর রহিম, ফেরদৌসুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত