সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪২ PM আপডেট: ১৯.০৯.২০২৪ ৮:২৫ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অযাচিত বলপ্রয়োগের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ছাত্র-জনতা। এসময় সংঘাতে মৃত্যু হয় বহু পুলিশ সদস্যের। 

এরপর বেশ কয়েকদিন বন্ধ ছিল পুলিশ ও থানার কার্যক্রম। এরপর কাজে ফিরলেও এখনো পুরোপুরি স্বাভাবিক ভূমিকায় নেই পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ বাহিনীর ইমেজ ফেরাতে সিদ্ধান্ত নেওয়া হয় ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের। 

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, পুলিশের প্রায় ১২টি ইউনিটের মধ্যে শুধু জেলা এবং মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে।

ইউনিফর্ম-লোগোর বিষয়ে আমাদের মিটিং হয়েছে। ডিএমপির ইউনিফর্ম ও লোগো পরিবর্তন হবে। সামনে আরও কয়েকটি মিটিং রয়েছে সেখানে সবগুলো বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত পুলিশের নতুন ইউনিফর্মের জন্য ৬টি রং ও ১০টি লোগো শর্টলিস্ট করা হয়েছে। 

ইউনিফর্মে হালকা ধূসর (লাইট গ্রে) অথবা হালকা নীল (লাইট ব্লু) নির্ধারণের সম্ভাবনা বেশি বলে জানা যায়। তবে এখন পর্যন্ত ইউনিফর্মের কোনো রং চূড়ান্ত করা হয়নি।

ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের জন্য গঠিত কমিটি সূত্রে জানা যায়, পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে গঠিত কমিটি কয়েকটি মিটিং করেছে। মিটিংয়ে গঠিত কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

জানা যায়, ইউনিফর্ম পরিবর্তনের ক্ষেত্রে ইউনিফর্মের রং কী হবে তা নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে অনেকগুলো রঙের বিষয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত ৬টি রং শর্টলিস্ট করা হয়েছে। রং চূড়ান্তের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে অন্য বাহিনীর ইউনিফর্মের রংও। যেন পুলিশের নতুন পোশাকের রং দেশে থাকা অন্য কোনো বাহিনীর ইউনিফর্মের রঙের সঙ্গে না মিলে যায়। এসব বিষয় বিবেচনা করে রং চূড়ান্ত করার বিষয়ে কাজ চলমান।

পুলিশের পোশাকের বাছাই করা রঙের মধ্যে রয়েছে হালকা নীল, হালকা ধূসর ও হালকা সবুজ। তবে হালকা ধূসর ও হালকা নীলের মধ্যে অনেকগুলো ডিজাইন এবং নীলের ওপরেও বেশ কয়েকটি রং দেখা হয়েছে। রং চূড়ান্ত করার ক্ষেত্রে হালকা রঙের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

ইউনিফর্মের রং চূড়ান্তের পর সেই অনুযায়ী কাপড় বানানো হবে। কাপড় বানানোর পর সেটি পরীক্ষা করে দেখা হবে দেশের পরিবেশ ও সব ধরনের আবহাওয়ার সঙ্গে মানানসই কি না, পাশাপাশি কাপড়ের মানও যাচাই করা হবে। 

কাপড় পরীক্ষায় আরও দেখা হবে নতুন ইউনিফর্মের রং বাহিনীর জন্য উপযুক্ত কি না এবং সদস্যরা সেই পোশাক পরে আরামদায়ক অনুভব করবেন কি না। ইউনিফর্মের রং চূড়ান্ত হওয়ার পর ব্যাচ ডিজাইন ও রং চূড়ান্ত হবে। ইউনিফর্ম চূড়ান্ত করা রঙের সঙ্গে সমন্বয় রেখে চূড়ান্ত হবে ব্যাচ রং।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত