মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অচল করে দেবার হুশিয়ারী
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৫ PM
উপাচার্য নিয়োগের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা সোমবার চতুর্থ দিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে এসে দশ মিনিট অবস্থান করে স্লোগান দেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে।

পরে শিক্ষার্থীরা ওইদিনের মধ্যে দূর্নীতিমুক্ত, শিক্ষার্থীবান্ধব সংস্কারমনা ও বিশ্বমানের উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে তা পূরণ না হলে সম্পূর্ণভাআে মহাসড়কটি অচল করে দেবার হুশিয়ারী দিয়ে মহাসড়ক ছেড়ে দেন।

এসময় শিক্ষার্থীরা, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, শিক্ষার্থীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ভিসি ভিসি চাই ইবিতে ভিসি চাই, ভিসি নিয়ে নয় ছয় আর নয় আর নয়,  সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে, সবাই যখন ভিসি পায় ইবি কেন পিছিয়ে যায়। ইত্যাদি স্লোগান দেন।

এরআগে একই দাবিতে শনিবার, রোববার ও শুক্রবার মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এছাড়াও ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন তারা। তার আগে একাধিকবার  উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্রসমাবেশ করে শিক্ষার্থীরা।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত