গাজীপুরে শ্রীপুর বাজার নিরাপত্তা পরিচালনা কমিটির বিরোধিতা করায় শ্রীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নতুন কমিটির সভাপতি আবুল মুনসুর মন্ডল। সে সময় উপস্থিত ছিলেন উক্ত কমিটির সাধারণ সম্পাদক শামিম শেখ, শাহিন আহাম্মদসহ আরো অনেকেই।
তিনি বলেন, গত কিছু দিন পুর্বে শ্রীপুর বাজারে সকল ব্যবসায়ীরা মিলে একটা কমিটি গঠনের লক্ষে আলোচনা সভার আয়োজন করেন। সে সময় তারা নিজেরাই একটি আহবায়ক কমিটি দিয়ে চলে যান। তখন সকল ব্যবসায়ীদের মধ্যে এক প্রকার অসন্তোষ সৃষ্টি হয়।
পরে আবুল মুনসুর মন্ডলকে সকল ব্যবসায়ীকরা মিলে সভাপতি করতে চাইলে তিনি অনিহা প্রকাশ করেন। পরে বাজারের ৪২২ জন সদস্যের লিখিত স্বাক্ষর করে আবুল মুনসুর মন্ডলকে সভাপতি ও শামিম শেখকে সাধারণ সম্পাদক করে ৪২ সদস্যের কমিটি ঘোষণা করেন।
পরে ইউএনও এবং থানার ওসিসহ পৌরসভার সচিব অনুমোদন পত্রে স্বাক্ষর করেন। আমরা দায়িত্ব পালন করার সময় আমাদের কিছু সদস্যকে পদত্যাগ পত্র জমা দিয়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন, নতুন কমিটির পিছনে অনেক খারাপ মানুষের নজর পরেছে। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে যে কোন ভাবে বিপদে ফেলতে পারে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তাদের অপপ্রচারে সংগঠনের অনেক সদস্য বিভ্রান্ত হচ্ছে।