রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সোনাগাজীতে ইসলামী ব্যাংক গ্রাহকদের সাথে মত বিনিময়
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৪ PM আপডেট: ২৬.০৯.২০২৪ ২:৫৬ PM
গ্রাহক সেবা মাস উপলক্ষে সোনাগাজী জমাদার বাজার  ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখার আয়োজনে  ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্খীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে জমাদার বাজার এজেন্ট আউটলেট শাখা মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জমাদার বাজার এজেন্ট আউটলেট শাখা পরিচালক আবদুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাগাজী শাখা প্রধান ও এসএভিপি মনছুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সোনাগাজী কামিল মাদ্রসার সিনিয়র শিক্ষক খাজা নাজিম উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক এস এম সেলিম রেজা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাগাজী শাখার সিনিয়র অফিসার আবু আহম্মদ।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত শিক্ষক নাদরেজ্জামান, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মানিক, ব্যাংকের সম্মানিত গ্রাহক জাফর আহম্মদ, মাষ্টার সালাউদ্দিন প্রমুখ।

জমাদার বাজার এজেন্ট আউটলেট শাখা ডেপুটি ইনচার্জ একরামুল হক ও ক্যাশিয়ার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

কুরআন তেলওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, জমাদার বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নুরুজ্জামান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত