স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে বড়শি দিয়ে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া মো. সোহেল (৩৩) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে নিখোঁজের দুইদিন পর উপজেলার নাওয়ারা খালের মোহনায় সন্ধানদীর তীর থেকে সোহেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে পুলিশ লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। সোহেল উপজেলার পুর্ব চামী গ্রামের মো. তোতা মিয়ার ছেলে। সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঝে মাঝে নদীতে মাছ শিকার করতেন।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে।
প্রসংগত, গত মংগলবার আনুমানিক রাত ১১ টার দিকে সোহেল প্রতিবেশি আব্দুল গাফ্ফার, আব্দুল মালেক, মো. সাইফুল ও মো. ফারুকের সাথে নিজ নিজ নৌকায় মাছ শিকার করতে সন্ধানদীতে যায়। পরদিন বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে সংগীরা ছারছিনা নামক এলকার সন্ধ্যানদীতে সোহেলের নৌকা ভাসতে দেখে নৌকার কাছে যায়।
নৌকায় সোহেলের ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া গেলেও তাকে না পেয়ে স্বজনদের খবর দেয়। স্বজনরা সোহেলের সন্ধানে সন্ধ্যানদীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে নাওরার স্থানীয়রা একটি ভাসমান লাশ দেখতে পান। পরে তারা নেছারাবাদ থানায় খবর দেয়।তার পরিবারের লোকজন এসে লাশটি সোহেলের তা নিশ্চিত করেন।