ভারতের হিন্দু পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম এবং রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তি ও বিজিপি নেতা নীতেশ রানে এবং রামগিরি মহারাজ কর্তৃক সমর্থন করার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র সমাজ ও তাওহীদি জনতার ব্যানারে বাদ জুমা সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক ঘুরে জিরো পয়েন্টে পৌঁছে শেষ হয়।
মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা জেলার নেতা ফকরুল তানভীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্রগ্রাম জেলা সমন্বয়ক মিজানুল ইসলাম রাতুল, বরিশাল জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম, মাদারীপুর জেলা সমন্বয়ক রিয়াদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় তীব্র নিন্দা জানায়।