সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩২ PM
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটূক্তি ও বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। এসময় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে যায়। সেখান থেকে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে রূপ নিয়ে শেষ হয়। 

এসময় শিক্ষার্থীরা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান”, “আমার নেতা-তোমার নেতা, বিশ্বনবী মুস্তফা” ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশ বক্তরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-কে অপমান করা মানে মানবতার আদর্শকে অপমান করা। এঘটনার বিচার করতে হবে। এঘটনায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের কাছে জবাব চাইতে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে।

এছাড়াও সমাবেশে সারাবিশ্বে মহানবী (সা.) সহ সকল ধর্মীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে কটূক্তি বন্ধে একটি আইন প্রণয়নে জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সম্প্রতি ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এদিকে, ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলার হুমকিও দিয়েছেন, যা সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত