সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নালিতাবাড়ীতে ছাত্রশিবিরের উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৭ PM
শেরপুরের নালিতাবাড়ীতে সিরাতুন নবী (স) উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হলে এই আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান ও প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।

এছাড়াও এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. শহীদুল্লাহ শরীফ, ডা. গোলাম মোর্শেদ, শেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুল মোমেন প্রমুখ।
 
পরে কুইজ প্রতিযোগিতার অংশগ্রহণকারী সেরা তিনজন ও বিভিন্ন স্কুল কলেজের তিনশ' প্রতিযোগীকে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গনমাধ্যমকর্মীসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত