বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৩ AM
রাশিয়ায় একটি জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের আরও ২১ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির দাগেস্তান অঞ্চলে এই বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

তারা জানায়, জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। ১০০ বর্গ মিটারের স্টেশনটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ ১১৯ জনের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

রাশিয়ায় গুরুতর অপরাধের তদন্ত করে এমন একটি তদন্ত কমিটির স্থানীয় শাখা বলেছে, যথাযথ নিরাপত্তা বিধান না মানার অভিযোগে স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত