সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
গৌরনদীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১:০১ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভারত বাক-স্বাধীনতার নামে, বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। 

বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে। 

ছাত্র-জনতা গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালের গৌরনদীতে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার আয়োজনে সকালে গৌরনদী সরকারি কলেজ মসজিদ সংলগ্ন ইদগাহ ময়দানে উপজেলা সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান, উপজেলা সহ-সভাপতি ওবায়দুল হক নবী, সাধারন সম্পাদক মাওলানা এমদাদ হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত