মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সিংড়ায় হিন্দু গৃহবধূকে ধর্ষণ, ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৯ PM
নাটোরের সিংড়ায় ছোট চৌগ্রাম গ্রামে হিন্দু গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করে যুবক তার ফাঁসির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১০টায় ছোট চৌগ্রাম হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ধর্ষক রবিউল বিশ্বাস ওরফে রব্বুলের সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা দেওয়া, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও হিন্দু সম্প্রদায়ের উপর নারী নির্যাতন ধর্ষণ চাঁদাবাজি বন্ধের দাবি জানান। 

গত বুধবার ( ২৫ সেপ্টেম্বর ) ভোর রাতে সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম হালদার পাড়ায় ভুক্তভোগীর স্বামী জয়ন্ত হালদারের বাড়ির পাশ দিয়ে যাবার সময় বাড়ি ফাঁকা জেনে  ঘরে ঢুকে সেই গৃহবধূকে ধর্ষণ করে বখাটে রবিউল বৃহস্পতিবার ওই পরিবার বাদী হয়ে সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
 
জানা যায়, চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল বিশ্বাস সেই গৃহবধূকে রাস্তা পথে নিয়মিত উত্ত্যক্ত করতো। বুধবার রাতে গৃহবধূর স্বামী জয়ন্ত হালদার মাছ মারতে বিলে যায় এ খবর পেয়ে সুযোগে বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহবধূকে জোর করে ধর্ষণ করে রবিউল।

পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারি পরীক্ষা করা হয়। রবিউল এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে তাছাড়াও এলাকায় নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

এ ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। 

ভুক্তভোগীর পরিবার জানায়, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ধর্ষণ হওয়ার ৭২ ঘন্টা পার হলেও আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ আমরা কি আইনের কাছ থেকে এধর্ষকের কঠিন সাজা পাবোনা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত