মানসম্মত ও আধুনিক শিক্ষার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা দাশুড়িয়ায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের একমাত্র প্রি-ক্যাডেট স্কুল দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুবর্না অধিকারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক গোপাল অধিকারী, শিক্ষক জাকির হোসেন, আনজুমান আরা আন্না, সাথী খাতুন, সন্তোষ দাস, খাদিজাতুল কোবরা, অভিভাবক তানিয়া খাতুন, চম্পা খাতুন, শারমিন আক্তার প্রমূখ।
দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল’র পাঠদান পদ্ধতির প্রশংসা করে বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অভিভাবকরা।
পরিচালক গোপাল অধিকারী বলেন, মানহীন প্রতিষ্ঠানে একদিন সময় নষ্ট করা মানে সন্তানের জীবন থেকে মূলব্যান সময় হত্যা করা। তাই সন্তানের আলোকিত ভবিষ্যত গড়ার জন্য প্রতিটি সময় সঠিক প্রতিষ্ঠানে ব্যয় করবেন।
মানসম্মত শিক্ষায় ভাল প্রতিষ্ঠান বেছে নেওয়ার পাশাপাশি মাদক ও মোবাইল থেকে সন্তানদের দূরে রাখতে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এসময় শিক্ষক হাচনা জাহান, মেহজাবিন মেঘলা, শাবনাজ শারমিন, বিথিসহ অত্র বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়।