মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নন্দীগ্রামে পিকআপ ভ্যানসহ চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার দুই
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১১ PM
বগুড়ার নন্দীগ্রামে একটি পিকআপ ভ্যানসহ ৪টি চোরাই গরু উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃৃতরা হলেন-বগুড়া মালতিনগর এলাকার মৃত মাজেদের পুত্র জাহিদুল ইসলাম জাহিদ (৪২), শাজাহানপুর থানার হেলেঞ্চা পাড়ার মৃত আহমেদ আলীর ছেলে  বজলুর রশিদ (৫০)।  

নন্দীগ্রাম থানা সুত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর এলাকায় গরু চুরি সংক্রান্ত ঘটনায় মামলার জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার (ওসি) তারিকুল ইসলামের নেতৃত্বে থানার একদল চৌকাস টিম গত ২৭সেপ্টেম্বর বিকেলে ধুনট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে একটি পিকআপ ভ্যান ও ৪টি চোরাই গরু উদ্ধার হয়। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, একটি পিকআপ ভ্যান ও ৪টি চোরাই গরু উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত