রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
রাষ্ট্রদূতের বাসভবনে বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১১:৩০ AM আপডেট: ০১.১০.২০২৪ ১:১৪ PM
সুদানে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূতের বাসভবনে হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। রাজধানী খার্তুমে অবস্থিত ওই বাসভবনে বিমান হামলা চালানো হয় বলেও অভিযোগ করেছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী খার্তুমে আমিরাতের রাষ্ট্রদূতের বাসভবনে সুদানি সামরিক বাহিনীর বিমান হামলা চালিয়েছে বলে সংযুক্ত আরব আমিরাত সোমবার ভোরে জানিয়েছে। এছাড়া এটিকে “জঘন্য হামলা” বলেও নিন্দা জানিয়েছে দেশটি।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের রাষ্ট্রদূতের বাসভবনে হওয়া এই হামলায় ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হামলার অভিযোগের বিষয়ে সুদানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

গত প্রায় দেড় বছর ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে এবং এই সংঘাতে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে অস্ত্র ও সহায়তা দেওয়ার বিষয়ে সুদানের সেনাবাহিনী বারবার সংযুক্ত আরব আমিরাতকে অভিযুক্ত করেছে। যদিও উপসাগরীয় এই রাষ্ট্রটি ওই অভিযোগ অস্বীকার করে থাকে।

অবশ্য জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারীরা এই অভিযোগকে বিশ্বাসযোগ্য হিসাবে বর্ণনা করেছে যে, সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে সামরিক সহায়তা দিয়েছে।

উল্লেখ্য, অবাধ নির্বাচনের মাধ্যমে পরিস্থিতির উত্তরণ নিয়ে গত বছরের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে যুদ্ধ শুরু হয়। জাতিসংঘ বলছে, প্রায় আড়াই কোটি মানুষের দেশ সুদানের অর্ধেক জনসংখ্যারই সাহায্যের প্রয়োজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত