মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ডুমুরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২:২১ PM
খুলনার ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল গাজী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিতহ যুবক খর্ণিয়া গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া থানাধীন খর্ণিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে এ ঘটনা ঘটে। 

নিহত রাসেল গাজী প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান পদে চাকরি করতেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

পুলিশের সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতি রোধ করে ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন। 

স্থানীয় লোকজন রাসেল গাজীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে করেন। সংবাদ পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল আসেন। 

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ এমএ হক বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত