মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
গৌরনদী ও আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৩:২৫ PM
“মর্যাদাপূর্ন বার্ধক্যঃ বিশ্বব্যাপী প্রবীন পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় প্রবীনদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

এসডিডিবি কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে মঙ্গলবার সকালে আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পতিহার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালি শেষে স্থানীয় মিশনে বৃক্ষরোপণ করা হয়। শেষে সংস্থার আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্জের পাল- পুরোহিত ফাদার জেরম রিংকু গোমেজ,। 

বিশেষ অতিথি ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব স্তীফান গোমেজ, গৌরাঙ্গ বালা। বক্তব্য রাখেন ইউপি সদস্য সৈয়দ মনির, মাঠ কর্মকর্তা পল রায়, কর্মসুচি কর্মকর্তা সম্রাট সেরাও সহ অন্যন্যরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপর দিকে কারিতাস এসডিডিবি প্রকল্পের উদ্যোগে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে মাহিলাড়া প্রবীন হিতৈষী ক্লাবের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কালিয়া দমন গুহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল। 

বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী, কারিতাস উন্নয়ন কমিটির সভাপতি মৃনাল কান্তি ঘোষ, সাবেক ইউপি সদস্য বিপ্লব বাবুল রায়, কারিতাসের ফিল্ড এনিমেটর সুনীল কুমার মল্লিক। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত