সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
গৌরনদীতে হাসপাতালে নার্সদের তিন ঘন্টা কর্ম বিরতি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৩:৩০ PM
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের একদফা দাবিতে তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফারিরা। 

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। 

কর্মসূচি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন উপজেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স এমিলিয়া খাতুন, চিনু রানী বৈদ্য, মিডওয়াইফারি নুপুর খানম সহ অন্যান্যরা। এসময় বক্তারা অবিলম্বে তাদের মেনে নেওয়ার জন্য সংশ্লষ্টিদের প্রতি আহবান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত