রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৩:৪৯ PM
“মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। 

১ অক্টোবর ( মঙ্গলবার) সকাল  ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের  সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক এ, টি, এম আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাজীব-উল-আহসান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মোতালেব মিয়া।  

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, ডা. তামান্না তানজিম, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল ওয়াহেদ, জেলা সমাজসেবা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনে আরা, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ মোঃ ইকবাল মিঞা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির সভাপতি আবুল কাশেম, জাতীয় সাংবাদিক সংস্থা সহকারি মহাসচিব জিএইচ হান্নান প্রমুখ। 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় এনজিও কর্মকর্তা, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যগণ ও শেরপুর সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত