বকেয়া বেতনের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় সড়ক আটকে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের চারটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে, গত দুই দিন একই দাবিতে বিক্ষোভ করেছেন তারা।
জানা যায়, বার্ডস গ্রুপের চারটি কারখানার শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপরই কারখানার প্রায় দুই হাজার বিক্ষুব্ধ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।