সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১:৩১ AM আপডেট: ০২.১০.২০২৪ ১২:৪৮ PM
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। 

বুধবার (২ অক্টোবর) সকালে পুনের বাভধান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। গন্তব্য ছিল মুম্বাই। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন  পাইলট গিরিশ কুমার পিল্লাই,পরমজিৎ সিং এবং প্রকৌশলী প্রীতমচাঁদ ভরদ্বাজ।
 
পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ পুনের অদূরেই এক পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
 
দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি সরকারি নাকি বেসরকারি মালিকানাধীন ছিল তা জানা যায়নি।
 
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল এবং ওই এলাকায় ঘন কুয়াশার কারণে এটি বিধ্বস্ত হতে পারে। উদ্ধার অভিযান চলছে।
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত