মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়িতে আগুন
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:২৭ PM আপডেট: ০২.১০.২০২৪ ৫:৩১ PM
পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুর ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাত সাড়ে তিনটার দি‌কে তার বাড়ির সামনে রাখা গাড়িতে অগ্নিসংযোগ ক‌রে দুর্বৃত্তরা।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, বুধবার ভোর রাতে হঠাৎ আগুন দেখে চিৎকার করে উঠি। বাড়ির সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হই। 

আগুনে গাড়ির দুটি টায়ার ও ভিতরের কিছু অংশ পুড়ে গেছে। পুরো গাড়ি পুড়ে না গেলেও অকেজো হয়ে গেছে। আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীরা উদ্দেশ্যমূলকভাবে ক্ষতি করতে গাড়িতে আগুন দিয়েছে বলে ধারণা তার।

জানা গেছে, টয়োটা নোয়া মডেলের ওই গাড়িটি তিনি পারিবারিকভাবে ব্যবহার করতেন। গাড়িটি পৌর শহরের ঝাটকাঠি সড়কের পাশে তার বাড়িতে রাখাছিল।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতা গাজী অহিদুজ্জামান লাভলুর ক্ষতি করতে গভীর রাতে এমন ঘটনা ঘটিয়েছে। তারা তাদের অবস্থান জানান দিতে এমন ঘটনা ঘটাতে পারে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবাহান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত