মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দুই বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১১:৫০ AM
গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময়ে স্থানীয় জনতা দুটি বাসে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় ভোগরা কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাস ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দেয়।

ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, দুর্ঘটনার পর শতাধিব উত্তেজিত জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত