রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
কেন্দুয়ায় কালভার্টে গর্ত, ভোগান্তিতে এলাকাবাসী
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ২:০৫ PM
নেত্রকোনার কেন্দুয়ায় গন্ডা  ইউনিয়নের বৈরাটি মোড় টু আঠারবাড়ি প্রায় ৫কি:মি: সড়কের মনকান্দা নামক স্থানে বক্স কালভার্টের মাঝখানে গর্ত হয়ে গেছে। ফলে ঝুঁকি নিয়েই ওই বক্স কালভার্টের ওপর দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। 

বক্স কালভার্টের ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ জেনেও সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে বক্স কালভার্টটি ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, বক্স কালভার্টটি দিয়ে উপজেলার গন্ডা ও পাশ্ববর্তী উপজেলা ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নে ২০-৩০ গ্রামের মানুষসহ প্রায় ২০সহস্রাধিক মানুষ চলাচল করে। এই বক্স কালভার্টের ওপর দিয়ে গন্ডা ইউনিয়নের ১০-১২ গ্রামের মানুষ পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের সবচেয়ে বড় বাজার রায়ের বাজার হয়ে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন জায়গায়  চলাচল করে। এখানে উল্লেখ্য এই বাজারটি পাশ্ববর্তী ৪/৫ উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার এবং এই বাজারে এলাকার গরু,পাট ও ধানের বিখ্যাত বাজার বলে পরিচিত রয়েছে। 

সরেজমিনে বৃহস্পতিবার (৩অক্টোবর) সকালে গিয়ে দেখা যায়, বক্সকালভার্টের মাঝ বরাবর বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দুর্ঘটনা এড়াতে ওই গর্তের উপর দিয়ে যানবাহন  চলাচলের সময় কাঠ/পাথর  দিয়ে ঢেকে তার উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন বক্স কালভার্টটি ভাঙ্গা  অবস্থায় থাকলেও সেটি মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে প্রায়ই ঘটে ছোট-খাট দুর্ঘটনা। ভোগান্তি নিয়েই চলাচল করছে এলাকাবাসী। সাবধানে চলাচলের জন্য লাল কাপড়ের নিশান টানানো হয়েছে তারপরও গাড়ী চালাতে সর্তকতা অবলম্বন করছে অটোরিকশা রিকসা চালকরা। 

গন্ডা গ্রামের অটোরিকশা চালক কাজল মিয়া বলেন, এই বক্স কালভার্টের ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে আমাদের যানবাহন চালাতে হচ্ছে। একপ্রকার বাধ্য হয়েই আমরা এসেতুটি ব্যবহার করছি। বক্স কালভার্টটি ব্যবহার না করলে আমাদের কয়েক কিলোমিটার রাস্তা বেশি ঘুরতে হয়। কালভার্টটি খুব শিগগিরই মেরামত করা প্রয়োজন। 

স্থানীয় বাসিন্দা দিপু, করিম, লিমন ও রিপন জানান, বক্স কালভার্টটি বর্তমান অবস্থায় যানবাহন চলাচল মুশকিল। কালভার্টটির মাঝের গর্তটি বেশ বড় হয়ে গেছে। কোনো রকম অসাবধানতাবশত কারণে হতে পারে বড় ধরণের দূর্ঘটনা। তাই এখানে দ্রুত একটি নতুন বক্স কালভার্ট নির্মাণের  জন্য দাবি জানাচ্ছি। 

গন্ডা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম আকন্দ কল্যান  বলেন, বক্স কালভার্টটির ওপর দিয়ে শিক্ষার্থীসহ সকল পেশার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব শিগগিরই এখানে একটি নতুন  কালভার্ট নির্মাণ করা দরকার। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে। 

কেন্দুয়া  উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার বলেন, ওই বক্স কালভার্টটির বিষয়টি আমরা অবগত আছি। উপজেলার গন্ডা ইউনিয়নের বৈরাটি টু আঠারো বাড়ি সড়কের উপর ভাঙ্গা বক্স কালভার্টটির উপর নতুন করে নির্মানের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষে জানানো হয়েছে। নতুন বরাদ্দ পাওয়ার আগ পর্যন্ত আমাদের অফিস থেকে প্রাথমিক ভাবে সমস্যার সমাধান করা হবে। বরাদ্দ পেলেই ওই স্থানে নতুন করে বক্স কালভার্ট নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত