শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
মঠবাড়িয়ায় ব্যাংকের সীল জাল করে গ্রাহকের কাছ থেকে টাকা আত্মসাৎ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:৩৯ PM
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার পানি ব্যাবস্থাপণা শাখার বিল ক্লার্ক মোঃ বাবুল মিয়া রূপালী ব্যাংকের সীল জাল করে ৬ হাজার ৭‘শ টাকা আত্মসাৎ করেছেন। 

এঘটনার ভুক্তোভোগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ডাঃ মোঃ আলতাফ হোসেন পৌর কর্তৃপক্ষকে অবহিত করলে বিষয়টি সকলের নজরে আসে। 

বিল ক্লার্ক বাবুল মিয়ার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জালিয়াতির মাধ্যমে গ্রাহকের টাকা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। এদিকে বিল ক্লার্ক মোঃ বাবুল মিয়া ওই গ্রাহক আলতাফ হোসেনকে ম্যানেজ করেন বলে অভিযোগ উঠেছে।

রূপালী ব্যাংকের মঠবাড়িয়া শাখা ব্যাবস্থাপক আব্দুল মান্নান জাল সীলের বিষটি নিশ্চিত করে বলেন, সেই গ্রাহক আলতাফ হোসেন ব্যাংকে এসে সার্বিক খোঁজ খবর নেন। তাকে বলা হয়েছে পৌরসভার পানি ব্যাবস্থাপণা শাখার বিল ক্লার্ক মোঃ বাবুল মিয়াকে সাথে নিয়ে ব্যাংকে এসে জবাব দিতে। অন্যথায় আগামী রোববার দুজনেরই বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত মোঃ বাবুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে, সংবাদ না করার জন্য অনুরোধ করেন।

পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, পানি ব্যাবস্থাপণা শাখার বিল ক্লার্ক মোঃ বাবুল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে উপযুক্ত জবাব দিতে না পারলে তাকে বরখাস্ত করা হবে। এ ছাড়াও জালিয়াতির সকল কাগজ-পত্র ও সিল জব্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত