শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৯৭১-২০২৪ দুটি চেতনা মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে: ডিআইজি মোঃ মঞ্জুর
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৫:০১ PM
বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, ১৯৭১ মহান স্বাধীনতার চেতনা এবং ২০২৪ মহান স্বাধীনতার চেতনা এই দু’টি চেতনা মিলে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের সকলের সমান অধিকার আছে। যার যার ধর্ম সে সে পালন করবেন। দায়িত্ব সবার। এক্ষেত্রে পুলিশ আপনাদের সহযোগিতায় থাকবে। 

যারা বিগত দিনে সন্ত্রাস নৈরাজ্য করেছে। তাদের আইনের আওতায় আনা হবে। আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২৪ উপলক্ষে গৌরনদী উপজেলার সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। 

গৌরনদী মডেল থানার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।

বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জামায়াতের উপজেলা আমীর মাওলানা আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও জেলা বিএনপি সদস্য দুলাল রায় দুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত