নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তমা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামের বেজাইত্তে পাড়ায় এমর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী তমা উপজেলা গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামের মো.গিয়াস উদ্দিনের মেয়ে। সে অত্র ইউনিয়নের বাশাটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাঁশাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো তমা আক্তার । সে রং পেন্সিল দিয়ে ছবি আঁকতে খুব ভালোবাসতো। স্কুলে সেই রং পেন্সিলগুলো ভেঙ্গে বা নষ্ট হয়ে যায় । এরপর বাড়িতে গিয়ে আবদার করে কিনে দেয়ার জন্যে । কিনে দিতে দেরি হওয়ায় রাগে-অভিমানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ।
বাঁশাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজিম উদ্দিন ভূঁঞা বলেন, তমা আক্তার অনেক মেধাবী শিক্ষার্থী ছিলো।অভিমানে সে ভুল পথ বেছে নিলো ।
তমার বড় ভাই মেহেদী হাসান কান্না ঝরা কন্ঠে বলেন, আমার খুব আদরের ছিলো । বুঝতেই পারিনি এভাবে সে চলে যাবে ।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মিলন মিয়া মুঠোফোনে বলেন, শুনেছি আছরের পর সে নিজের রুমে ঘুমাতে যায় । কিন্তু সন্ধ্যা হলেও দরজা খুলে বেরিয়ে না আসায় পরিবারের লোকজন দরজা ভেঙে তাকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে গলায় দাগ পেয়েছে এবং থানায় নিয়ে যায় ।
এবিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।