সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৩:২৫ PM
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে মো. সৌরভ আলী নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৫ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৌরভ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বেকীকুড়া গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে। র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর শেরপুর জেলার শ্রীবরদী থানার গোসাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা এলাকার একটি ধানক্ষেত থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক আ. শহীদ মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশার পাঁচটি ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের বাবা অলি মামুদ বাদী হয়ে হত্যা মামলা করেন। শনিবার ভোরে ওই হত্যা মামলার আসামি সৌরভ আলীকে সিরাজগঞ্জের ধানবান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে শেরপুরের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত