সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পটুয়াখালীতে যুবদল নেতার নেতৃ‌ত্বে হাসপাতালে প‌রিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৩:২৭ PM
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান করেছে জেলা যুবদলের একদল নেতা কর্মীরা। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কেন্দ্রীয় নির্দেশনায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান করা হয়।

এসময় যুবদল নেতা কর্মীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম ও আঙ্গিনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেন। এছাড়াও পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা কর্মীরা সাধারণ মানুষদের সাথে বিভিন্ন সচেতনতা মূলক কথাবার্তা বলেন।

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান আমাদের উদ্দেশ্য করে বলেছেন আপনারা সমাজের জন্য কাজ করুন মানুষের জন্য কাজ করুন। এই প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক নির্দেশনা দিয়েছেন যাতে আমরা সামাজিক কাজ অটুট রাখি অক্ষুন্ন রাখি তার ধারাবাহিকতায় আমরা এই কাজ পরিচালনা করছি। আমরা গত করনাকালিন সময়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছি। পটুয়াখালী পৌরসভায় বিনামূল্যে খাদ্য সরবরাহ করেছি। তার পাশাপাশি আজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এসেছি। আমরা দেখতে পেয়েছি যে, এই হাসপাতালের অব্যাবস্থাপনায় এখানে মানুষ ঢুকতে পারে না। অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা এই হাসপাতালকে সুন্দর করার জন্য পরিচ্ছন্ন করার জন্য নেতাকর্মীদের নিয়ে এখানে এসেছি। যাতে আগামীতে শুধু পটুয়াখালী সদর হাসপাতাল নয়, যে কোন সামাজিক প্রতিষ্ঠানে যেখানেই অব্যাস্থাপনা দেখবো সেখানেই দূর্বার গতিতে আমরা আমাদের এই কাজ পরিচালনা করবো।

প্রসঙ্গত, ৫ই আগষ্টের পর গোটা পুরান বাজার এলাকায় সনাতন ধর্মালম্বীদের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান রাতদিন দলের নেতাকর্মীদের সাথে নিয়ে পাহারা দিয়ে নজির সৃষ্টি করেছেন যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রুমি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত