রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
যৌথ বাহিনীর অভিযানে টিসিবির পণ্যসহ বিএনপি নেতা আটক
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৪:৩৪ PM
টিসিবি পণ্য চাল-ডাল ও তেলসহ আটক নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ নীতি বিরোধী কাজ করায় তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

শুক্রবার (৪ অক্টোবর) রাতে কেন্দুয়া উপজেলা বিএনপি'র সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা মজনু স্বাক্ষরিত দলীয় প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কেন্দুয়া উপজেলার ১৩ নং পাইকুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে সভাপতির পদ থেকে অব্যাহতি পাশাপাশি দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালামকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হলো।

উল্লেখ্য, গত বুধবার (২ অক্টোবর) পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেট এলাকায় মেসার্স আয়েশ ট্রেডার্স নামে একটি পরিবেশক টিসিবির পণ্য বিক্রি শুরু করতে যান। এসময় স্থানীয় বিএনপি নেতারা প্রভাব খাটিয়ে এসব পণ্য ভাগাভাগি করে নিয়ে যান। 

পরে স্থানীয়দের অভিযোগের মাধ্যমে বিষয়টি সেনাবাহিনীকে জানতে পেরে মদন অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. সেলিম মিয়ার নেতৃত্বে যৌথবাহিনী বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ তাকে আটক করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত