সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
শেরপুরে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৫:২১ PM
শেরপুরে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর শনিবার সকাল ১১টায় পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফেয়ার এর সৌজন্যে (I H W) লন্ডন প্রবাসী সৈয়দা মাহফুজা আক্তার এর সভাপতিত্বে ও অর্থায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফেয়ার এর সেক্রেটারি উম্মে কুলসুম নিপুন।

রংপুর মেডিকেল কলেজের এমবিবিএস গাইনোকোলজিস্ট ডা: ফাহমিদা ইয়াসমিন এর সহযোগিতায় এবং সমাজ সেবক সুজন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রায়ই ৬০ জন গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা সমাজসেবা অফিস সহকারী হাসান শরাফত, তিলকান্দি আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে উম্মে কুলসুম বলেন, ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফেয়ার সামাজিক সংগঠন। এর মাধ্যমে বিভিন্ন সময় অসহায়দের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করে থাকি। আজ লন্ডন প্রবাসী সৈয়দা মাহফুজা আক্তার এর অর্থায়নে ৬০জন গর্ভবতী মায়ের সাস্থসেবা এবং ১০জন গর্ভবতী মাকে মাদার হরলিক্স  প্রদান করা হয়েছে। সামনের দিনগুলোতে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত