শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
হাতীবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৬:০৪ PM
শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও সফিউল আলম বাবুল, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ রায় ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অশ্বিনী কুমার বসুনিয়া প্রমুখ। 

ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তার বক্তব্যে বলেন, হিন্দুরা সংখ্যালঘু নয়, তারা বাংলাদেশী৷ এদেশে  হিন্দুদের স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে। শারদীয় দুর্গা পুজা উদযাপনে কোনধরনের ভয়ভীতি থাকবেনা। মনে রাখতে হবে একটি চেতনা নিয়ে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে বর্তমান সরকার। এখন কোন বৈষম্য থাকবেনা, মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবেনা, আইনের শাসন ও ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত