বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
কোটালীপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২:৪০ PM
জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকালে কোটালীপাড়া উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু তাহের আল হেলাল, ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ কালু, ইউপি সচিব রমনী রায়, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল ও রনী আহমেদ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বলেন, একজন শিশু জন্ম নিবন্ধনের মাধ্যমে সে যেমন রাস্ট্রের নাগরিকত্বের পাশাপাশি সকল সুযোগ-সুবিধাগুলো পায় তেমনি মৃত্যুর আগে একজন ব্যক্তি যে সুবিধাগুলো পেত মৃত্যু নিবন্ধন করা হলে ওই সুবিধাগুলো অন্য একব্যক্তি দ্রুত পেতে পারে। দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে জন্মমৃত্যু নিবন্ধন প্রয়োজন। 

তাছাড়া একটি রাষ্ট্র পরিচালনার জন্য অনেক তথ্যের প্রয়োজন। জন্ম-মৃত্যু নিবন্ধনের জন্য প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক সচেতনতা ক্যাম্পিংসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত