বগুড়ায় নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এর যোগদানের এক সপ্তাহ অর্থাৎ ২৯/০৯/২০২৪ হতে ৫/১০/২০২৪ এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ৩৭০ বোতল ফেনসিডিল ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ১০০ পিস ইয়াবা, ২৫০ পিস ট্যাপেন্টাডল চার বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে একটি চাইনিজ রাইফেল ও ৫টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশের এ কার্যক্রমে চিহ্নিত সন্ত্রাসী, মামলার আসামিসহ অপরাধীদের গ্রেফতারের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সচেতন জনসাধারণ সহ সুশিল সমাজের মানুষজন মনে করছেন। বগুড়া পুলিশ অফিস সূত্রে আরো জানা যায়,ন
গত এক সপ্তাহে ১১ টি সাজা ওয়ারেন্ট ও ২২৯ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। পুলিশের এই অভিযান আরো বৃদ্ধি করা হচ্ছে।
বগুড়া জেলা পুলিশ সম্মানিত জনগণকে সাথে নিয়ে নিরাপদ বগুড়া বিনির্মাণে বদ্ধপরিকর বলে গমমাধ্যম কর্মীদের জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।