নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’-এই প্রতিপাদ্যে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রশান্ত বৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আহমেদুল হক তিতাস, ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি অফিসের সচিববৃন্দ, সংবাদকর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসার ও কর্মচারীবৃন্দ।