সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মোহাম্মদপুর থেকে শাহাদাৎ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঢাকা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৫:৩০ PM
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চাঞ্চল্যকর মোঃ শাহাদাৎ হত্যা মামলার প্রধান আসামি মোঃ রাসেল, ব্যাঁকা রাসেল (২৬) সহ অন্য ০২ সহযোগী আসামি মোঃ শাওন (২৭) ও মোঃ সাজ্জাদ (২০)’কে ডিএমপির আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

“বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের  গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 

এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। 

রাজধানীর মোহাম্মদপুর  থানা এলাকায় চাঞ্চল্যকর মোঃ শাহাদাৎ হত্যা মামলার প্রধান আসামি ১) মোঃ রাসেল @ব্যাঁকা রাসেল (২৬), পিতা-হযরত আলী, থানা- মোহাম্মদপুর, ডিএমপি ঢাকা, ২) মোঃ শাওন (২৭) পিতা-আলী কাউছার পিন্টু, থানা-মোহাম্মদপুর, ডিএমপি ঢাকা, ৩) মোঃ সাজ্জাদ (২০), পিতা-মোঃ শাহাজাহান, থানা-মোহাম্মদপুর, ডিএমপি’কে অদ্য ০৬/১০/২০২৪ ইং তারিখ ০৭.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-০২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭/০৯/২০২৪ ইং তারিখ আনুমানিক ৫.৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকায় আসামি ১) মোঃ রাসেল @ব্যাঁকা রাসেল, ২) মোঃ শাওন  ৩) মোঃ সাজ্জাদ সহ অন্যসহযোগীরা সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র  দিয়ে ভিকটিম মোঃ শাহাদাৎকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঐ সময় স্থানীয়রা ছুটে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শাহাদাৎকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে ০৮ জন আসামির নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা(মামলা নং-৩৭ তারিখ-১৮/০৯/২০২৪, ধারা- ৩০২/৩৪ পেনালকোড ১৮৬০) দায়ের করেন। বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। 

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৬/১০/২০২৪ ইং তারিখ ০৭৩০ ঘটিকায় আসামিদেরকে ডিএমপি ঢাকার আদাবর থানা এলাকা হতে গ্রেফতার করে। আসামিদের গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামিদেরকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত