নীলফামারীর ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগের তিন নেতা কর্মীকে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার(৫অক্টোবর) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ডোমার পৌর এলাকার ছোট রাউতা রিয়াজিয়া মাদ্রাসাপাড়ার মৃত নবীর উদ্দিনের ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ওয়াহেদুল ইসলাম (৫৭), দক্ষিণ মটুকপুর পাটোয়ারী পাড়ার আবির উদ্দিনের ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা খলিলুর রহমান (৬০), ও বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা ডাঙ্গাপাড়ার কেরামত আলীর ছেলে ও আওয়ামীলীগ সমর্থক হাচিনুর রহমান(৪৭)।
ডোমার থানা অফিসার ইনচার্জ মো: আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,সদর থানার একটি নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।