"জন্ম- মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সু- শাসন" এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সরকারের বরাদ্দকৃত আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আলী নূর খান'র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শামসুল হুসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ঝিল্লুর রহমান আনম সহ আরও অনেকে ।
এছাড়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিব,ইউপি সদস্য ও শিক্ষক, শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।