মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনসার বাহিনীর বস্ত্র সামগ্রী বিতরণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:৪৮ PM
লক্ষ্মীপুরের কমলনগরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

রবিবার বিকালে হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের ৩০০ জনের অধিক জনসাধারণের হাতে নতুন বস্ত্র সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা রেঞ্জের কমান্ডার, আশিষ কুমার ভট্রাচার্য। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ব্যাটালিয়ন-৫ এর পরিচালক, জানে আলম সুফিয়ান, 
কুমিল্লা রেঞ্জের সহকারী পরিচালক, মোঃ সোহেল রানা সরকার ও লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট সোনিয়া বেগম।

আরো উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিন আক্তার ও প্রশিক্ষক নিজাম উদ্দিন ফকির প্রমুখ।

একইদিনে এর আগে রামগতি উপজেলায়ও শতাধিক পরিবারের মাঝে ৩০০ প্যাকেট বস্ত্র সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত