চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাইরুল ইসলাম (১৭) নামে এক গরুর রাখাল নিহত হয়েছেন। নিহত সাইরুল ইসলাম হচ্ছেন জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ী পিরান খাড়ি এলাকার মৃত আমিরুলের ছেলে।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ২টার দিকে নাচোল উপজেলার পাহাড়পুর নামক স্থানে।
জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় সাইরুল ইসলাম বাগানে বেধে রাখা গরু আনতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নাচোল থানা পুলিশ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
নাচোল থানা পুলিশের ওসি ফরিদ হোসেন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।