মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৮:২৪ PM
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট জয়নগর দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া ও মন্দির কমিটির সহসাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক জানান, শনিবার রাত দেড়টা পর্যন্ত প্রতিমায় মাটির প্রলেপের কাজ চলে। পরে মন্দিরের লোকজন বাড়ি চলে যান। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুর্গাপ্রতিমা ভাঙচুর করেছে।

রোববার (৬ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, দুর্গাপ্রতিমার মুখমণ্ডলের পুরোটাই ভাঙা। দুর্গার ১০ হাত মুচড়ে দেওয়া হয়েছে। এতে হাতের বিভিন্ন অংশ ফেটে গেছে। সিংহ প্রতিমার লেজ ও পা ভাঙা। ভাঙা হয়েছে অসুরের ডান হাত। বুকের কাছে ফাটা চিহ্ন স্পষ্ট। সাপের মাথাও ভাঙা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সনাতন সম্প্রদায়ের লোকজন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, মন্দিরের পাশেই সকাল ১০টায় পূজা উদ্‌যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দুদের বিভিন্ন সংগঠনের নেতারা জরুরি সভা করে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন। আট ঘণ্টার মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরই মধ্যে আজ জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে তাঁদের আলোচনার জন্য ডেকেছেন।

ওসি এস এম জাকারিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত