মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শেরপুরে ছাত্রদের ওপর হামলাকারী গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:০৩ PM
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর অস্ত্রসহ হামলাকারী এবং উক্ত ঘটনায় মামলার আসামী মোশারফ হোসেন (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার বেলা আড়াইটার র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরপুর সদর থানাধীন কুসুমহাটি বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। আসামী মোশাররফ হোসেন সদর উপজেলার কুসুমহাটি ঘিনাপাড়া গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট  বিকেলে  শেরপুর শহরের  খরমপুর এলাকায়  মোশারফ হোসেন  সহ এজাহার নামীয় অন্যান্য আসামীগন বে-আইনী জনতাবদ্ধে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  মিছিলের উপর হামলা করে। উক্ত বিষয়ে মোঃ মন্টু মিয়া বাদী হয়ে শেরপুর জেলার সদর থানায় দুইটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। যাহা শেরপুর জেলার সদর থানার মামলা নং-২৪/৪২৩ রুজু হয়েছে।

এব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামি উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।  উক্ত বিষয়ে ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর জেলার সদর থানায়  আসামিকে হস্তান্তর করা হয়েছে।  ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত