যশোরের সদর উপজেলায় সাইফুল ইসলাম সাগর নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজারসংলগ্ন ব্রিজের ওপর পিটিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা ঢাকায় রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম সাগর (৩৫) বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
ইতোপূর্বে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১০/১২ দিন আগে তিনি একটি মামলায় কারাগার থেকে মুক্তি পান। সাগরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফোন পেয়ে ভেকুটিয়া বাজারে গেলে এলাকার কতিপয় দুর্বৃত্ত তার দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে পদ্মা সেতু এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সাগর হত্যায় এখনও মামলা হয়নি। তবে পুলিশ জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে কাজ করছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।