নীলফামারীর ডিমলায় শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্রিফিং প্যারেড করেছে আনসার সদস্যরা।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা: সেলিনা আকতার, সেনাবাহিনী প্রতিনিধি লেফট্যান্ট ফাহিম ইসলাম প্রমুখ।
জানা যায় এবারে ডিমলা উপজেলায় মোট ৭৬টি পূজা মন্ডপে মোট ৪৮৬ জন আনসার সদস্যেদের মধ্যে পুরুষ আনসার সদস্য ৩৩৪ জন ও নারী আনসার সদস্য ১৫২ বিভিন্ন পূজা মন্ডবে নিয়োজিত থাকবে।