সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
কালীগঞ্জে চাল চুরির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:১৪ PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি খাদ্য গুদাম হতে ৩৫০ মেঃ টন চাল চুরির ঘটনায় খাদ্য গুদামের কর্মকর্তা ফেরদৌস আলম ও কর্মচারী,লেবার সহ কতিপয় অসাধু ব্যবসায়ীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভোটমারী এলাকার সচেতন নাগরিক সমাজ।

মঙ্গলবার (০৮ অক্টোবর ) দুপুরে ভোটমারী খাদ্য গুদামের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন, শহিদ সারওয়ারদি, আব্দুল আউয়াল,  মোকছেদুল ইসলাম খান বুলবুল ও রিয়াদ হোসেনসহ অনেকে।

উল্লেখ্য ,ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ৩৫০ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গত শনিবার (৫ অক্টোবর) হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ।

 ঘটনা তদন্তে সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে (ভারপ্রাপ্ত) সদস্য সচিব করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

প্রায় সাড়ে তিন কোটি টাকার চাল আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এদিকে ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) কে দায়িত্ব দেওয়া হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত