বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
শোকসভায় সাবেক হুইপ শাহজাহান চৌধুরী
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক ছিলেন রুহুল আমিন গাজী
স্টাফ রিপোর্টার, কক্সবাজার :
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১১:৫০ PM
সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর শোকসভায় জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক। গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের নির্যাতনের যাতাকলে নিস্পষিত হয়েছেন তিনি। আপোষহীন এই সাংবাদিক নেতা আজীবন সংগ্রাম করে দুঃশাসনমুক্ত বাংলাদেশরজীবন দিয়েছেন। তার মত সাংবাদিক হতে হবে৷

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) কর্তৃক আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথির আলোচনায় তিনি একথা বলেন।

এসময় শাহজাহান চৌধুরী আওয়ামী ফ্যাসিবাদের সময়ে হাজার হাজার মানুষ গুম-খুনসহ সাংবাদিক নির্যাতনের নিন্দা জানান। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।

তিনি সারা দেশে আইনাঙ্গনে পিপি নিয়োগে দীর্ঘ সূত্রিতা ও ফ্যাসিবাদের দোসর আওয়ামী দুর্বৃত্তরা বিভিন্ন আদালত থেকে জামিন পাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, আমার দেশ, দিনকাল, দীগন্ত টিভি সহ ফ্যাসিবাদীরা মিডিয়া বন্ধ করে দিয়ে চরম স্বৈরাচারিতা দেখিয়েছিল। হাসিনা সরকার দুই দুইবার দৈনিক ইনকিলাব বন্ধ করে দিয়েছিল।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেকুল্লাহ'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর প্রিন্সিপ্যাল মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেক্লাব সভাপতি মাহবুবর রহমান,সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সভাপতি মোহম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল্লাহ ফারুক ও জেলা বিএনপির সদস্য রাশেদ মোহাম্মদ আলী সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

সভা শেষে রুহুল আমিন গাজীর মাগফেরাত ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা ও অন্তর্বর্তী সরকারের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা নিজাম ইসলাম পার্টি সভাপতি হাফেজ মাওলানা ছালামত উল্লাহ৷
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত