বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১২:৫৪ PM
লেবাননের রাজধানী মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত এবং কমপক্ষে ১১৭ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

বৈরুতের রাস এল-নাবা এবং আল-নুওয়েরিতে বৃহস্পতিবার এ বিমান হামলা হয়। এ সময় দুটি আবাসিক এলাকায় আগুন জ্বলতে এবং ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

রাজধানীর একটি ছোট শিয়া এলাকা বাচৌরাতে হামলার স্থান থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ খুঁড়তে দেখা গেছে। এছাড়া অ্যাম্বুলেন্সগুলোকে অনেক আহতকে আমেরিকান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

দেশটির একটি সংবাদমাধ্যমের দাবি, এ হামলার মূল লক্ষ্য ছিল ওয়াফিক সাফা। যিনি নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর শ্যালক এবং গ্রুপের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা। তবে এ ব্যাপারে হিজবুল্লাহর মিডিয়া অফিস কোনো মন্তব্য করেনি। 

বাচৌরার দুটি ঘনবসতিপূর্ণ এলাকার এনওয়েরি এবং বাস্তার আবাসিক ভবন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তৃতীয়বারের মতো ইসরায়েল দক্ষিণ শহরতলির দাহিয়েহ শহরের বাইরে বিমান হামলা শুরু করেছে। এর আগে হামলা করে হিজবুল্লাহ কমান্ডারদের হত্যা করেছে এবং অস্ত্রের ভাণ্ডার ধ্বংস করেছে।

জাতিসংঘের মতে, একটি ওয়াচ টাওয়ারে ইসরায়েলি ট্যাঙ্কের গুলি চালানোর সময় দক্ষিণ লেবাননে দুই ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী আহত হওয়ার কয়েক ঘণ্টা পর বৈরুতে হামলার ঘটনা ঘটে।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউনিফিল) এক বিবৃতিতে বলেছে, নাকোরায় জাতিসংঘের একটি ঘাঁটিতে একটি পর্যবেক্ষণ টাওয়ারে সরাসরি আঘাত করা হয়, যার ফলে শান্তিরক্ষীরা এ হামলার শিকার হন।

ইউনিফিল একটি শান্তিরক্ষা মিশন যা ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত। শত্রুদের পর্যবেক্ষণের মাধ্যমে দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিকদের মানবিক নিরাপত্তা নিশ্চিতে এটি কাজ করে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

জাতিসংঘ বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী জাতিসংঘের অবস্থানে বারবার আঘাত করেছে। ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে আরও দুটি ইউনিফিল ঘাঁটিতে ইচ্ছাকৃতভাবে গুলি করার অভিযোগ রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত