নড়াইলের লোহাগড়ায় সৈয়দ রিয়াজ আলী (১৬) নামে এক কিশোর চারদিন ধরে নিখোঁজ রয়েছে। সে পেশায় একজন অটোভ্যান চালক। সে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ মামুন আলীর ছেলে।
গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হয়ে এই কিশোর হারিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ। নিখোঁজের ঘটনায় রিয়াজের পিতা মামুন আলী বাদী হয়ে ৮অক্টোবর লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৩৪৪।
পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ মামুন আলীর ছেলে রিয়াজ আলী। সে পেশায় একজন ভ্যানচালক। সে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে ভ্যান নিয় বের হয়। প্রতিদিন ভ্যানচালিয়ে বাড়ি ফিরলেও এদিন সে আর ফিরে আসেনি। তার কাছে কোন মোবাইল ফোন ছিলো না।
এছাড়া রিয়াজের সাথে থাকা ভ্যানটি ও নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন তার পরিবার। রিয়াজকে না পেয়ে বুধবার তার পিতা লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ রিয়াজের বাবা সৈয়দ মামুন আলী বলেন,‘আমার দুইটি ছেলে। রিয়াজ বড় ছেলে। আমার ছেলেকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছি। এখনও সন্ধান পাওয়া না যাওয়ায় দুশ্চিন্তায় আছি।’
এবিষয়ে নোয়াগ্রাম ইউনিয়নের বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ শুক্রবার মুঠোফোনে জানান,‘কিশোর নিখোঁজের ঘটনায় সাধারন ডায়েরি হয়েছে। ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে।